৬ কোটি টাকা অনুদান পেল এফডিসি,২৬১ কর্মী পাচ্ছেন বেতন

বিনোদন ডেস্ক:

করোনা সংকটে চলচ্চিত্রের আতুর ঘর এফিডিসিতে আয় বন্ধ থাকায় গেল দুই মাস ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন এখনো পরিশোধ করতে পারেনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এমন পরিস্থিতিতে ২১ কোটি টাকা অনুদান চেয়েছিল এফডিসি কর্তৃপক্ষ। তারই পরিপ্রেক্ষিতে ৬ কোটি টাকা অনুদান পেয়েছে স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠান।

গেল ২৩ মার্চ কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয়ভার মেটাতে ২১ কোটি টাকা অনুদান চেয়ে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।

এরই প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে ‘অনুদান’ হিসেবে ৬ কোটি টাকা দিয়েছে। অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।

এ প্রসঙ্গে নুজহাত ইয়াসমিন বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানের জিও হয়েছে। আগামী তিন-চারদিনের মধ্যে কর্মীদের দুই মাসের বেতন পরিশোধ করা হবে।’

জানা গেছে, বিএফডিসিতে প্রতিমাসে বেতন বাবদ ১ কোটি টাকা খরচ হয়। ৬ কোটি টাকার মধ্যে দুই মাসের বেতন বাবদ ২ কোটি ও ঈদ বোনাসে ৬০ লাখ টাকা খরচ হবে। এরপরও কিছু টাকা থাকবে, যা দিয়ে কয়েক মাসের বেতন দেওয়া যাবে।

প্রসঙ্গত, আগেও নিজস্ব আয় কম হওয়ার কারণে মাঝে মাঝে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে বেতন পরিশোধ করতে হয়েছে এফডিসি কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares