২ মাসের অগ্রীম মেসভাড়া না দেয়ায় আটকে রাখলেন ৫ ছাত্রী
নিউজ ডেস্ক:
বগুড়ায় দুই মাসের অগ্রীম মেস ভাড়া না দেয়ায় আটকে রাখা পাঁচ কলেজ ছাত্রী পুলিশের হস্তক্ষেপেে বাড়ি ফিরলো।
রবিবার সরকারি আযিযুল হক কলেজ পড়ুয়া ঐ পাঁচ ছাত্রী প্রয়োজনীয় বইপত্র ও জামাকাপড় নিতে বাড়ি থেকে শহরের কামারগাড়ি এলাকায় তাদের মেসে এলে এ ঘটনা ঘটে৷
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, শিউলী নিবাস নামের ঐ মেস মালিক ঢাকায় থাকেন। মেসটির কেয়ারটেকার রেণু বেগম ছাত্রীদের কাছে আগামী দুইমাসের ভাড়া দাবি করলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। পরে রেনু বেগম মেসটির মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে ছাত্রীরা তাদের বন্ধুদের সাথে যোগাযোগ করলে তারা পুলিশে খবর দেয়।
পুলিশ এসে ঐ ছাত্রীদের উদ্ধার করে বাড়ি পাঠায়। তাদের দু’জনের বাড়ি বগুড়ার গাবতলি এবং বাকি তিনজের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।