২১২ ডাক্তারকে ‘গোল্ডেন ভিসা’ দিয়েছে আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
২১২ জন চিকিৎসককে সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ১০ বছর মেয়াদী এই ভিসার অনুমোদন দিয়েছেন।
দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষে (ডিএইচএ) নিযুক্ত বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ২১২ জন চিকিৎসককে দশ বছরের এই ‘গোল্ডেন ভিসা’ দেওয়ার লক্ষ্যে একটি নির্দেশনা জারি করেছেন।
কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রচেষ্টা এবং নিঃস্বার্থভাবে জীবনের ঝুঁকি নিয়ে সংক্রামিত রোগীদের সেবা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।