হিলি স্থলবন্দরে মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমছে স্হানীয় বাজারে

গোলাম রব্বানী,হিলি প্রতিনিধি:       

আর কয়েকদিন পর মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযাহা। প্রতিবছর এই ঈদকে সামনে রেখে দেশের বাজারে মসলা জাতীয় পণ্যের যেমন চাহিদা বৃদ্ধি পায় তেমনি দামও বৃদ্ধি পায়।
তবে এবার দেশের মসলার চাহিদা মিটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় স্থানীয় খুচরা বাজারে কমেছে আমদানিকৃত আদা, রসুন, জিরা, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের মসলার দাম। কম দামে মসলা কিনতে পারায় খুশি  ক্রেতারা।
 
এদিকে গত ৮ জুন থেকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ার পর থেকেই এই বন্দর দিয়ে মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। মসলার দাম স্বাভাবিক রাখতে বেশি করে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। অন্যদিকে আমদানি বাড়ায় সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে ।
ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড
হিলি বাজারে গিয়ে দেখা গেছে, লকডাউনের আগে প্রতি প্যাকেট জিরা বিক্রি হয়েছে ৪৬০ টাকা দরে, এখন ১৮০ টাকা কমে প্রতি প্যাকেট বিক্রি হচ্ছে প্রকারভেদে ২৬০ থেকে ২৮০ টাকায়। সাদা এলাচ বিক্রি হয়েছে ৩২০০ টাকা কেজি দরে এখন তা ৬০০ টাকা কেজি প্রতি কমে বিক্রি হচ্ছে ২৬০০ টাকা দরে।
৩৮০ টাকার দারুচিনি বিক্রি হচ্ছে ২৯০ টাকায় এবং ৮৫০ টাকার লবঙ্গ বিক্রি হচ্ছে ৭২০ টাকা দরে।
হিলি বাজারের মসলা বিক্রেতা আব্দুল বাকী ও জহুরুল ইসলাম জানান, ঈদের বেচা-কেনা শুরু হয়েছে। আমদানি বেশি থাকায় এবার সবধরনের মসলার দাম কম। দাম কম থাকায় ক্রেতারা স্বস্তিতে যেমন কিনচে তেমনি বিক্রিও হচ্ছে।
দাম কমার কারনে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা মসলা কিনতে আসছে ।কয়েকজন ক্রেতারা জানান, কোরবানি ঈদ বাজারে মসলা কিনতে আসলাম,দেখি সব মসলার দামই কমছে। কম দাম থাকলে আমরা মসলা কিনতে পারবো।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন- উর-রশিদ জানান, করোনা ভাইরাসের কারনে বহিঃবিশ্ব থেকে মসলা আমদানি বন্ধ রয়েছে। এসময় যাতে দেশের বাজারে এই পণ্যের সংকট কিংবা দাম না বাড়ে সেদিকে খেয়াল রেখে হিলি স্থলবন্দররের আমদানিকারকরা বেশি বেশি মসলা ভারত থেকে আমদানি করছে। আশা করছি এবার ঈদে মসলার দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে।
হিলি কাষ্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান জানান, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মসলা পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। গত ২২ কার্য দিবসে এই বন্দও দিয়ে ভারত থেকে বিভিন্ন প্রকার ১ লক্ষ ২০ হাজার ৬শ ৯২ মেট্রিক টন মসলা আমদানি করা হয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫৪ কোটি ৮৫ লক্ষ ৭৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares