করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর, হিলিতে দোকানদার ও কর্মচারি মাস্ক না পড়ায় দুই দিনে দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার ও রবিবার বিকেলে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬২ টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান,স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।