হিলিতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার টাকা বিতরণ করেন পৌর মেয়র চলন্ত
গোলাম রব্বানী,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর ( হিলি) পৌরসভায় স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরুত্ব মেনে বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে পৌরসভার ৯ টি ওর্য়াডের ৩৩৫ জনের মাঝে এসব ভাতার টাকা প্রদান করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
আরও পড়ুন রোগী দেখার সময় যে দোয়া পড়বেন
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক৷ এর সহায়তায় নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে হাকিমপুর পৌরসভার ৩৩৫ জন বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কামরুজ্জামান, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন ও পৌর সভার কাউন্সিলর বৃন্দ।