হিলিতে নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত
গোলাম রব্বানী,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নতুন করে আরোও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন, হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার রতন কুমার ও তার স্ত্রী সুস্মিতা ও উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার আকবর হোসেন এবং উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার রাশিদা বেগম, তানজিলা বেগম ও রাশিদুল ইসলাম।
আরও পড়ুন ডায়াবেটিস রোগীদের জন্য ৮ পরামর্শ
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান জানান, আমরা ৩৫টি করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে গত ১৯ তারিখ শনিবারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সোমবার সন্ধ্যায় ৩৫টি নমুনার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ এসেছে।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, পৌর এলাকার জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি অযথা বাহিরে ঘোড়াফেরা করবেন না। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন ও সব সময় মাস্ক ব্যবহার করুন।
তিনি আরোও জানান, পৌর এলাকায় দিন দিন করোনা আক্রান্ত বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের পূর্বের কর্মসূচি চলমান রয়েছে। আমরা জনগণের স্বার্থে আরোও কঠিন পদক্ষেপ গ্রহণ করবো।