হরিপুরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সুজন
আকতারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মবঞ্চিত অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন। তিনি ১৮ এপ্রিল শনিবার বিকাল ৪টায় ঠাকুরগাঁও-২ আসনের হরিপুরের ৩নং বকুয়া ইউনিয়নের চাপধাহাট ও যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার কর্মবঞ্চিত অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ তুলে দেন। এ সময় তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের অহংকার আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি’র নির্দেশনায় কর্মহীন মানুষেরা যেন ক্ষুধার জন্য অসহায়ত্ববোধ না করে সে কারনে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
যতদিন দেশে এ পরিস্থিতি বিরাজ করবে আমরা তাদের পাশে আছি এবং আমাদের ত্রান বিতরনের কাজ অব্যাহত থাকবে। নিজেদের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর উপজেলা যুবলীগের সাধাঃ সম্পাদক আমজাদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, আমিরুল ইসলাম প্রমুখ।