স্বতন্ত্রতা দিবস উদযাপন করেছে ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানী লিমিটেড

কোলকাতা ব্যুরো : দেশের অন্যান্য সংস্থার সাথে তালে তাল মিলিয়ে ‘ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানী লিমিটেড’ (Braithwaite & Co. Ltd.) গতকাল হর্ষোল্লাসের সাথে দেশের ৭৭ তম স্বতন্ত্রতা দিবস উদযাপন করেছে।

সংস্থার প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, গতকাল সংস্থার বাণিজ্যিক কার্যালয় ও কোলকাতার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সংস্থার অধ্যক্ষ ও ব্যবস্থাপক নির্দেশক সেলিম জি পুরুষোত্তমন (Salim G Purushothaman, Chairman & Managing Director, Braithwaite & Co. Ltd.)।

অপরদিকে সংস্থার ‘অ্যাঙ্গুস ওয়ার্কস’-এ জাতীয় পতাকা উত্তোলন করেছেন সংস্থার জিএম (আই/সি)-এডাব্লু পি কে সিনহা এবং সংস্থার ‘ওয়াগন রিপেয়ার শপ’-এ জাতীয় পতাকা উত্তোলন করেছেন সংস্থার সিপিও সরোজকুমার সেনাপতি।

সংস্থার বাণিজ্যিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সেলিম জি পুরুষোত্তমন কর্মচারীদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে জানিয়েছেন, “কয়েক বছর ধরে ভারত সরকারের আহ্বানে ‘মেক ইন ইণ্ডিয়া’, ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর অঙ্গ রূপে ডিআরডিও, এইচএসএল, এমইএস, ডিভিসি-র মতো নানান প্রতিষ্ঠানের সাথে সাফল্যের সাথে সমান ভাবে কাজ করার সুযোগ পেয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights