স্নেহময়ী মা
” স্নেহময়ী মা “
অমিত বণিক
‘মা’ কথাটি ছোট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
এই ভুবনে নাই।
রোগ বিছানায় শুয়ে শুয়ে
যখন যন্ত্রণাতে মরি,
সান্তনা পাই তাতেই আমি
নামটি হৃদ মাঝে স্মরি।
কোথাও গেলে ঐ মধু নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে
প্রাণ যে কেমন করে।
মা যে আমার ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে
শীতল হতো প্রাণ
মায়ের হাতটা বুকে পেলে।