সৌদির আল হিলালে যোগ দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়ার সবচেয়ে সফল ক্লাব সৌদি আরবের আল হিলালে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিষয়টি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের দলটি।
আরও পড়ুন >>সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
ওমরাহযাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি
আল হিলালের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।
তিনি আরও বলেন, ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম, নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। সৌদি প্রো লিগ দারুণ সব খেলোয়াড়দের নিয়ে সামনে এগোচ্ছে, এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই।
আরও পড়ুন >>জাতীয় শোক দিবসে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র বৃক্ষরোপণ কর্মসূচি
রেকর্ড পরিমাণ অর্থের বিনিময় পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগদানের চুক্তির মেয়াদ নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন। শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।
আর আগে ফরাসি ক্লাব পিএসজিতে বার্ষিক ২৫ মিলিয়ন ইউরো আয় করতেন নেইমার। জানা গেছে আল-হিলালে তার ছয় গুণ আয় করবেন তিনি।
প্রসঙ্গত, আল হিলাল নামের পাশে ৬৬টি ট্রফি। সর্বোচ্চ সংখ্যক লিগ (১৮) এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (৪) শিরোপা জেতার রেকর্ডও রয়েছে এই ক্লাবের দখলে।
এদিকে, রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর করিম বেনজেমা, সাদিও মানে, জর্ডান হেন্ডারসনের মতো ফুটবলারেরা যোগ দিয়েছেন সৌদির বিভিন্ন ক্লাবে। এবার সেই তালিকায় যোগ হলো নেইমারের নাম।