সুন্দরবনে ৫ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে চলমান নিষেধাজ্ঞা অমান্যকরে কাঁকড়া ধরার প্রস্তুতি কালে সরঞ্জামসহ ৫ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের আওতায় পরিচালিত কমিউনিটি প্যাট্টল গ্রুপ (সিপিজি) সদস্যরা। সোমবার ভোর ৬টার দিকে কমিউনিটি প্যাট্টল গ্রুপের লিডার সহকারী বনস্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে নাকজোড়া খালে কাঁকড়া ধরার প্রাক্কালে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও দোনদড়ি সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে প্যাট্টল গ্রুপের সদস্যরা।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের শাহ জামাল, রুবেল হোসেন, শাহ পরান ও ৯নং সোরা গ্রামের ইমরান গাজী এবং ইমন গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights