সার্বভৌমত্ব বিনিময়যোগ্য নয়: আ স ম রব

স্টাফ রিপোর্টার: সেন্টমার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকা যায়- সরকার প্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।

সেন্টমার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকা যায় – সরকারের এই বক্তব্য সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম অসম্মানজনক। সার্বভৌমত্ব কোনক্রমেই বিনিময় যোগ্য নয়। সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।
বিষয়টির সাথে যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত তাই এই প্রস্তাবের উৎসসহ বিস্তারিত বিবরণ দেশবাসীর সামনে প্রকাশ করা উচিৎ।

গণবিচ্ছিন্ন এবং বৈধতার সংকটে বিপর্যস্ত সরকারের পক্ষেই এসব অমর্যাদাকর বক্তব্য প্রদান সম্ভব।

নির্বাচনবিহীন সরকার কী কী রাষ্ট্রীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে এতদিন ক্ষমতায় টিকে আছে জনগণ তা জানতে চায়।

এসব ভয়ঙ্কর বক্তব্য- ঘোষিত বিদেশ নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়’-এর সাথে চরমভাবে সাংঘর্ষিক।

ভোটাধিকারের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এসব অমর্যাদাকর বক্তব্য প্রদান এবং গুজব ছড়ানো থেকে সরকারকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights