সাতক্ষীরা পৌরভবনে মধ্যরাতে রহস্যজনক অগ্নিকান্ড!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পৌরভবনে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার পরে যেকোন সময় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ এঘটনায় জামশেদ নামে পৌরসভার এক কর্মচারী আহত হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল আলিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এদিকে পৌরসভার সিইও নাজিম উদ্দীন এবং ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের দাবী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার পিছনের বাসিন্দা বিজয় সরকার বলেন, রাত ১১টায় ৫৯মিনিটে সাতক্ষীরা পৌরসভার তৃতীয় তলায় আগুনের কুণ্ডলী দেখি। তার পরপরই ফায়ার সার্ভিস কর্মীদের ফোনে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস এসে দেড়ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা পৌরসভা সিইও নাজিমউদ্দীন বলেন, জার্মানের একটি সংস্থার অর্থায়নে পৌরসভার ভবনের দক্ষিণ পাশে তৃতীয় তলার কনফারেন্স রুম নির্মাণ করা হয়েছে। ওই ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে ওই রুমে এমন কোন দ্রব্যাদি নেই যা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে বর্জ্য ব্যবস্থাপনা শাখার যাবতীয় কাগজপত্র পুড়ে গেছে। আমি মনে করি, পরিকল্পিতভাবে পৌরসভার কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে আগুন ধরানো হয়েছে।
পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি নাশকতার মামলায় কারাগারে পাঠালে তাকে সাময়িকভাবে বরখাস্তপূর্বক অপসারণ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। আমি প্যানেল মেয়র হওয়ায় পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী আমাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিগত কয়েক দিন ফেইসবুকে মেয়র তাজকিন আহমেদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। সে কারণে মনে করছি কেউ নাশকতার উদ্দেশে আগুন ধরিয়ে দিতে পারে। রাতে ১২টা ১০ মিনিটে পৌরভবনে আগুন লাগার সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে পৌরসভায় আসি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক বলতে পারছি না। কি কারণে আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব হচ্ছেনা। আগুন লাগার বিষয়ে তদন্ত কমিটি করা হবে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত বলা যাবে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল আলিম বলেন, রাতে সাতক্ষীরা পৌরভবনে অগ্নিকান্ডের খবর শুনে আমাদের তিনটি ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণ এনেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে বলতে পারবো।
প্রসঙ্গত, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার  মঙ্গলবার (৬ জুন) এর মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কে.এম. কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ।  সাথে সাথে কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন যে, ‘হাইকোর্টকে হাইকোর্ট’ দেখান, তাৎক্ষণিকভাবে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ  প্রতিপালন করেন, এটির ব্যাত্যয় হলে সংশ্লিষ্টদেরকে জেলে পাঠানো হবে।  সহকারী অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে কোর্ট গত মঙ্গলবার আদেশের জন্য শুনানি রাখেন।
প্রসঙ্গত গত ৬ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং  দায়িত্বভার প্যানেল মেয়র-এক কে দেওয়া হয়, মহামান্য হাইকোর্ট এই দুটি আদেশে স্থগিত করেন ১৪ ফেব্রুয়ারি, তারপরে তিনি  হাইকোর্টের আদেশ নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি বাধা প্রদান করেন এবং লাঞ্ছিত করেন, যার ফলে তিনি একটি সম্পূরক আবেদন করেন  হাইকোর্টে ‌। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং মোঃ তানভীর আহমেদ।
এর আগে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিকে দায়িত্ব বুঝিয়ে দিতে উচ্চ আদালত মৌখিক নির্দেশ দিলেও তিনি দায়িত্ব বুঝে পাননি। এর পরেরদিন ৭ জুন রাতে এই অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক বলে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights