সাতক্ষীরায় প্রেমে ব্যর্থ হয়ে যুবকের দুগ্ধস্নান!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছে এক প্রেমিক। অভিমানে অন্য কোন পথে পা না বাড়িয়ে দুগ্ধস্নানে মনের জ্বালা মেটালো ওই যুবক।

ঘটনাটি ঘটে শনিবার কলারোয়ার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামে।স্থানীয়রা জানান, গোয়ালপাড়া গ্রামের জনৈক রসেল হোসেনের ছেলে আহাদ আলীর সাথে একই গ্রামের এক স্কুল ছাত্রীর পরিচয় রূপ নেয় প্রণয়ে। সম্পর্ক এমন এমন পর্যায়ে পৌঁছায় যে তারা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা অন্যত্র বিয়ে ঠিক করেন। ভেঙে যায় যুবকের ঘর বাঁধার স্বপ্ন। ক্ষোভে-দুঃখে অন্য কোন আত্মঘাতী সিদ্ধান্ত সে নেয়নি। মনের দুঃখ লাঘব করার জন্য সে মাথা ন্যাড়া করিয়ে নেয়। পরে মাথায় দুধ ঢেলে গোসল করে মনের জ্বালা মেটায়।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, প্রেমিকার বিয়ের খবরে মানসিকভাবে ভেঙে পড়ে আহাদ আলী। তবে ভুল কোন পথে পা না বাড়িয়ে সে সিদ্ধান্ত নেয় মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার। শনিবার নিজ বাড়িতে শতাধিক মানুষের সামনে সে মাথা ন্যাড়া করার পর দুধ দিয়ে গোসল করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights