সাতক্ষীরায় গাঁজাসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত থেকে গাঁজাসহ এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের কুশখালি ছয়কুড়ো মোড় এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারি হাসানুজ্জামান হাসান (৩০) ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)-এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে ওই এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চলাকালে এসআই মিঠুন মজুমদার, এএসআই মোঃ আলাউদ্দিন, এএসআই মোঃ জিহাদ আলী, এএসআই নুরুন্নবী শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদরের কদমতলা টু বৈকারী গামী কুশখালী ছয়কুড়ো যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে এক কেজি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা)সহ হাসানুজ্জামান হাসান নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। আটককৃত হাসানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক) এর ধারায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।