সাংবাদিকের বাবা-মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার হুমকি
সিরাজগঞ্জ প্রতিনিধি
সাংবাদিক মো: আবদুল বাকীর পরিবারকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। অপরিচিত দুই জন ব্যক্তি বাকীর গ্রামের বাড়ী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হারনী গ্রামে গিয়ে তার বাবা-মাকে গালা-গালি করে। বাকীর অসুস্থ্য বাবা মো: ছাদেক আলীকে মামলা দিয়ে হয়রানি এবং বাড়ী থেকে উচ্ছেদ করার হুমকি দেয় তারা। আবদুল বাকী সম্পর্কে বিভিন্ন তথ্য নেয় ঐ দুই ব্যক্তি।
সাংবাদিকতা করে অন্যদের অশান্তিতে রাখলে পরিণতি ভালো হবে না বলে জানান তারা। হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের বাড়ীতে থাকা আবদুল বাকীর বয়স্ক বাবা-মা।
আবদুল বাকী দীর্ঘদিন বাংলাদেশে টেলিভিশন রিপোর্টিং করেছেন। দিগন্ত টেলিভিশন দিয়ে সাংবাদিকতা শুরু করা বাকী কাজ করেছেন গাজী টিভি এবং এসএটিভিতে। এরআগে ক্যাসিনো নিয়ে রিপোর্ট করায় আবদুল বাকীর উপর হামলা হয় গেল বছর। এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।