সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে দেশে নির্বাচন হবে, কেউ নির্বাচন বানচাল করতে চাইলে নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
তিনি রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চরফ্যাসন উপজেলার দুলারহাট থানায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে ভোলা জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বিশ্বে প্রশংসিত হচ্ছে । শেখ হাসিনার বিকল্প কেউ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। এ দেশের মানুষের কাছে শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশ চুম্বী।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান আরো বলেন, বিএনপিকে বলবো, অন্ধ বিরোধিতা না করে, বিবেক দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে মূল্যায়ন করুন ।
ভোলা জেলা পুলিশের আয়োজনে ও জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা -৪ আসনের সাংসদ, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌর সভার মেয়র মোঃ মোরশেদ প্রমুখ । এর আগে তিনি চরফ্যাসনের সাবেক সাংসদ অধ্যক্ষ নজরুল ইসলামের ৩১ তম মৃত্যু বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ।