শ্রীবরদীতে ব্র্যাক সেলপ এর উদ্যোগে কিশোরীদের প্রশিক্ষণ
আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে ব্র্যাক সেলপ কর্মসূচির উদ্যোগে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শ্রীবরদী পৌর এলাকার তাতিহাটি গ্রামে সোমবার (২৪ জুলাই ) বিকেলে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) কর্তৃক ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে গঠিত স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন মূলক ১ম সেশন ”আমরা শক্তি, আমরা বল” পর্ব-১ অনুষ্ঠিত হয়।
সেশনের শুরুতে শুভেচ্ছা বিনিময়, কিশোরীদের পরিচয়, তাদের স্বপ্ন ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে নিজেকে ও অন্যকে জানা, দলে থাকার গুরুত্ব, সবার সাথে সুসম্পর্ক রাখা বিষয় তুলে ধরা হয়। নারী ক্ষমতায়নে বাল্যবিবাহ একটি বড় অন্তরায় আলোচনার মাধ্যমে তা তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরদের উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও বিভিন্ন উপকরণ ব্যবহার করে কিশোরীদের দলে থাকার গুরুত্ব ও কাছের মানুষ খুঁজে বের করার উপায় শিখানো হয়।
উক্ত সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার হামিরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাক শেরপুর জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, স্থানীয় পল্লীসমাজ সভানেত্রী মেরিনা বেগমসহ পল্লীসমাজ সদস্যগণ।