শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্নসারথী দল গঠন
আমিরুল ইসলাম, শেরপুর : “দ্যা ড্রিমার”, মানে যে স্বপ্ন দেখে। এমন ২৫ জন ড্রিমারকে নিয়ে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পৌরসভাধীন মুন্সীপাড়া গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথী দল গঠন করা হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে স্বপ্নসারথি দল গঠনকালে উপস্থিত ছিলেন, পল্লীসমাজের সভাপতি চন্দনা মালাকার, পল্লীসমাজ সদস্য ও অভিভাবক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার হামিরুল ইসলাম । উপস্থিত অভিভাবকগন ব্র্যাক এর এই কাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, অত্র এলাকায় কোন বাল্য বিয়ে হতে দেয়া হবে না বলে আশ্বস্ত করেন।
ব্র্যাকের পক্ষ থেকে বাল্য বিয়ে ঝুঁকিতে রয়েছে এমন ১৩ থেকে ১৭ বছর কিশোরীদের কিভাবে বাল্যবিয়ে প্রতিরোধ করা যায়, কিভাবে নিজেসহ আশ-পাশের সবাইকে সচেতন করা যায় সে বিষয়ে আলোচনা করেন। সভায় বলা হয় এই দল গঠনের মাধ্যমে কিশোরীরা নিজেদের সংগঠিত, একে অপরের খোঁজখবর রাখা, জীবনের লক্ষ্য স্থির, একে অপরের সহযোগিতা করতে পারবে এবং প্রয়োজনে দলবদ্ধভাবে বাল্য বিয়ে রুখেও দিতে পারবে। কিশোরীরা তাদের জীবন নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে এবং সেগুলো যেন সত্য হয় সেই চেষ্টা করবে।
সভা শেষে স্বপ্নসারথী দল গঠনকল্পে সর্বসম্মতিতে আহবায়ক নির্বাচিত হয় তামান্না জান্নাত তাহমিনা, সহ আহ্বায়ক নির্বাচিত হয় নাবিলা জান্নাত সাধনা ও রাবেয়া বশরী যূথী।কমিটির নবাগত দায়িত্ব প্রাপ্তরা সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।