শোক দিবসে ইয়াসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাটে অবস্থিত শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে

এতে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা ও সমাজসেবক বাবু তরুন কুমার কর্মকার, ইসরাত জাহান সোনালি, ছবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মামুন, ইয়াসের সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি এস এম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, ইয়াস শিশু ও তারুণ্যদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তর, সবুজায়ন করতে, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আজ ১৫ই আগস্ট শোক দিবসে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও ফলজ চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বক্তরা শিশুদের উদ্দেশ্যে বলেন তোমাদের মেধা বিকাশে যুদ্ধপরবর্তীতে বঙ্গবন্ধু বাংলাদেশে শিক্ষা বিস্তারে বেশী বেশী বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেন।

ইয়াসও তোমাদের দক্ষতা বৃদ্ধি, শিশুদের মানুসিক বিকাশ সাধনে নানা আয়োজন করে থাকে। পাশাপাশি পরিবেশ ও সমাজের উন্নয়ন নানা আয়োজনের মাধ্যমে দেশের জন্য ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে আজ শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights