শেরপুরে ২ মাদক কারবারী আটক

আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি মাদকসহ আটক হয়েছে।
জানা গেছে, নালিতাবাড়ী থানার এসআই শাফায়েত, মহর আলী ও এএসআই সোহরাব পৌরশহরের ছিটপাড়ায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় পুলিশ ওই মহল্লার মৃত রুস্তুম আলীর পুত্র মাদক ব্যবসায়ী মেহেদী হাসান বিগম্যান (৩২) ও একই মহল্লার মৃত লাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩৬) কে আটক করে। মেহেদী হাসান বিগম্যানকে তল্লাসী করে ২ গ্রাম হেরোইন এবং ফিরুজ মিয়ার কাছ থেকে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করে হাতে-নাতে তাদের আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, কুখ্যাত মাদক কারবারি ১৫টি মাদক মামলার আসামী মোঃ মেহেদী হাসান মাসুম বিগম্যান। আর ৭টি মাদক মামলার আসামী ফিরোজ মিয়া। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ বার বার আটক করলেও মাদক ব্যবসা থেকে বিরত থাকছেনা এই মাদক কারবারীদ্বয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক সাংবাদিকদের বলেন- এই মাদক কারবারীদের নামে থানায় পৃথক দুটি মাদক মামলা হয়েছে। আসামীদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights