শেরপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত!
শেরপুর প্রতিনিধি:কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দিবসটি পালন উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু’র শহরের নিউমার্কেটস্থ্ দলীয় কার্যালয়ে রবিবার ১১ জুন বিকেলে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল এবং জেলা আওয়ামীলীগ নেতা এড. সুব্রত কুমার দে ভানু ও দেবাশীষ ভট্টাচার্য্য প্রমুখ নেতৃবৃন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য এড. ফারহানা পারভীন মুন্নি সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাংবাদিকরা।
উল্লেখ্য সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতারের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারাগারে এক পর্যায়ে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাঁকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেন। এর পরই জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং দেশবাসীর আন্দোলনের চাপে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
২০০৮ সালের ১১ জুন মুক্তি পেয়ে শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসা শেষে ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরে আসেন।