শেরপুরে বালুর নিচ থেকে ৫২ বস্তা চিনি উদ্ধার
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের দমদমা কালিগঞ্জ এলাকার বালুর ঢিবির (স্তূপ) নিচ থেকে ৫২ বস্তা চিনি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাতে ওই চিনি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দমদমা কালীগঞ্জ এলাকায় অজ্ঞাতনামা কোনো ব্যবসায়ী অবৈধভাবে চিনি মজুত করে রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে সদর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে প্রতিটি ৫০ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ২ হাজার ৬শ কেজি চিনি আছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সম্প্রতি চিনির দাম বেড়েছে।তাই বেশি মুনাফার লোভে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে কোনো অসাধু ব্যবসায়ী বালুর ঢিবির নিচে চিনির বস্তাগুলো মজুত করে রেখেছিলেন। উদ্ধার করা চিনি থানা হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।