শেরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রযালি ও আলোচনা সভা হয়েছে।
রোববার (২৮ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে রযালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বদেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হেসেন ছানুসহ জন প্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে সেখানে আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।