শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া প্রতিনিধি: শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা হতে জেলা পরিষদ মিলনায়তনে মান্যবর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (বার) পিপিএম, বগুড়া জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ, বগুড়া এর সভাপতি এন সি বাড়ৈ ও সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলার সভাপতি সাগর কুমার রায় ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights