শুটকি ব্যবসায়ী সেলিম হত্যার ৩ আসামি ঢাকা থেকে গ্রেফতার
শিহাবউদ্দিন; আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে আলোচিত ফুটবল খেলার নিহত শুটকি ব্যবসায়ী সেলিম হত্যার ৩ আসামিকে ঢাকা যাএাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব ১০।
জানা যায়,২২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে তমি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্টান চলাকালে দর্শক সারিতে বসা শুটকি ব্যবসায়ী সেলিম মিয়া (৩০) খেলা দেখতে দেখতে হঠাৎ গোল হওয়ায় সেলিম মিয়া মাঠে প্রবেশ করে এ সময় রেফারি রকি মিয়া বাধা দেয় এ নি বাকবিতন্ডায় লিপ্ত হয়ে দু জনের ঝগড়া সৃষ্টি হয় এ সময় রকি মিয়ার পক্ষের লোকজন সেলিম মিয়াকে এলোপাতাড়ি কিল ঘুসি ও পিটুনিতে গুরত্বর আহত হয় ব্যবসায়ী সেলিম মিয়া। গুরুতর অবস্থায় সেলিম মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
২৩ জুলাই মৃত সেলিম মিয়ার ভাই নবী হোসেন বাদি হয়ে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবাদুর রহমান রাসেলকে প্রধান আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে তিন আসামিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রকি, রমি ও তপিকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলীর সাথে আলাপ করলে তিনি বলেন তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে আমাদের অভিযান অব্যাহত রয়েছে খুব তাড়াতাড়ি বাকি আসামিদের গ্রেফতার করা হবে।