শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটের উভয়মুখে যাত্রীদের উপচেপড়া চাপ
শেখ মোহাম্মদ রতন,মুন্সীগঞ্জ:
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে শুক্রবার(১৫ মে) দক্ষিনবঙ্গগামী যাত্রীদের চাপ দেখা গেছে। এবার ঢাকাগামী যাত্রীদের সঙ্গে দক্ষিনবঙ্গের ঘরমুখো যাত্রীরাও ছুটে চলেছেন। ৫ শতাধিক যানবাহন শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষমান থাকতে দেখা যায়।
একদিকে দক্ষিনবঙ্গের ২৩ জেলা থেকে শিমুলিয়াঘাটে ছুটে আসছেন শত শত যাত্রী। অন্যদিকে থেকে দক্ষিনবঙ্গের ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই শিমুলিয়াঘাটে দক্ষিনবঙ্গের ঢাকামুখো যাত্রীদের ভিড় দেখা গেছে।ঘাট এলাকায় বিকেল ৩ টার দিকে ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পারাপারের অপেক্ষায় থাকা প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে শত শত ছোট ছোট যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে সকাল থেকে নৌরুটে ১৩ টি ফেরী চালু রয়েছে।