শর্ত সাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে
নিউজ ডেস্ক:
আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে।
এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাঁকা রাখতে হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রস্তুত করা হচ্ছে। আজকের মধ্যে জারি করা হবে।
শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
*প্রতি ওয়াক্ত নামাজের পর পুরো মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে
*মসজিদে প্রবেশের পূর্বে স্যানিটাইজার বা হাত ধোঁয়ার সাবান রাখতে হবে
*অযু বাসা থেকে করে আসতে হবে
*সুন্নত নামাজ বাসায় আদায় করতে হবে
*নামাজের কাতারে দাঁড়ানোর সময় তিন দূরত্ব দাঁড়াতে হবে
*মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না
*মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না
*মসজিদে কার্পেট বিছানো যাবে না
*শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি জামায়াতে নামাজ আদায় করতে পারবে না ।