লালমোহনে বিদ্যুতস্পৃষ্টে সাবেক ব্যাংকারের মৃত্যু
আব্দুস সালাম সেন্টু, লালমোহন প্রতিনিধি:
লালমোহনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আ: রব মিয়া (৬৫) নামের অগ্রণী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে পৌর ৬নং ওয়ার্ড উত্তর বাজার অনির্বাণ কোচিং সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আ: রব মিয়া পৌর ৫নং ওয়ার্ড সবুজবাগ এলাকার মৃত জালাল আহমদের ছেলে। প্রায় তিন বছর আগে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও নিহতের শালা মো: ফিরোজ উদ্দিন জানান, পৌর ৬নং ওয়ার্ড উত্তর বাজার এলাকার সুরমা স-মিলের পশ্চিম পার্শ্বে আ: রব মিয়ার একটি দোতলা ভবন রয়েছে। সোমবার দুপুরে ওই ভবনের ছাদ পরিস্কার করতে যান আ: রব মিয়া।
এসময় অসাবধানতা বশত ছাদ ঘেঁষে থাকা বিদ্যুতের প্রধান লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।