লকডাউন তুললে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে মারাত্মক
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের এখনো কোন ওষধ ও ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় শঙ্কিত গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা।
দিনে দিনেই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কোনোভাবে এ থেকে লাগাম টানতে পারছে না বিশ্বের বড় বড় দেশ। তারপরও তুলে নেয়া হচ্ছে লকডাউন। আবার বিশ্বের কোনো দেশে শিথিল করা হচ্ছে লকডাউন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই লকডাউন না তোলার পক্ষে মত দিয়ে আসছে। তবে যেসব দেশ লকডাউন তোলার পক্ষে মত তাদের জন্য কয়েকটি সতর্কতামূলক নির্দেশও দিয়েছে তারা।
এ পরিস্থিতিতে প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেয়ার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্বক হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফৌসি।
মঙ্গলবার (১২ মে) মার্কিন সিনেটে করোনা পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদে ড. অ্যান্থনি ফৌসি এমনটি বলেন।