রাজধানীতে সাড়া ফেলেছে ইজি কোরবানি
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বের সাথে বাংলাদেশের মানুষও বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে গেছে কয়েক লাখ মানুষ। কর্মব্যস্ত চিরচেনা এই শহর ছেড়ে গ্রামে ইতোমধ্যেই পাড়ি জমিয়েছেন অনেকে। করোনার এই সময়ে রাজধানীতে এবার ১২টির বেশি বসছেনা পশুর হাট।
সবাই এখন অনলাইনে কোরবানির পশু কেনার প্রতি আগ্রহী হয়েছেন। কিনছেনও ঢাকাবাসী। এবার অনলাইনে যতোগুলো পশু কেনা বেচার সাইট আছে তার মধ্যে জনপ্রিয় ও গ্রাহকদের মন জয় করতে পেরেছে ইজি কোরবানি।
করোনা প্রতিরোধে এখনো ভুল পথে হাঁটছে অনেক দেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইজি কোরবানি প্রতিষ্ঠাননের চেয়ারম্যান হাফেজ মাও মাসউদুর রহমান বলেন করোনাকালীন সময়ে রাজধানীতে আমরা খুব ভালোই সারা পাচ্ছি।তিনি আরও বলেন কুরবানি আপনার,দায়িত্ব আমাদের।
ইজি কোরবানির ম্যানেজার আইয়ুব আলী বলেন ইতোমধ্যেই আমরা অনেকগুলো অর্ডার পেয়েছি। আমরা ইসলামের রীতি অনুযায়ী সকল কাজ সম্পাদন করবো ইনশাআল্লাহ। ইতে গ্রাহক যেন কোন কষ্ট না পান তার উপর গুরুত্ব দিচ্ছি।
মিঃ আইয়ুব বলেন গ্রাহকদের উদ্দেশ্য বলবো দেখেশুনে ভালো প্রতিষ্ঠান থেকে পশু কিনুন।মনে রাখবেন একটুখানি ভুলের জন্য আপনার কোরবানি যেন ক্ষতিগ্রস্ত না হয়।
সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউন পরিস্থিতিতে ইজি কোরবানির প্রজেক্ট গুলো নিম্নরূপ।
প্যাকেজ :হোম ডেলিভারি কুরবানি ♦ ১৩,৫০০ টাকা।
মাত্র ১০,০০০ টাকা থেকে শুরু করে অনলাইনে কুরবানি করুন।
♦১০০% হোম ডেলিভারি প্রোজেক্ট♦
গরু (ঈদের দিন) ৮৮,০০০ টাকা।
গরু (ঈদের পরের দিন) ৮২,০০০ টাকা
ছাগল (ঈদের দিন) ১৫,০০০ টাকা।
ছাগল (ঈদের পরের দিন) ১৩,৫০০ টাকা
♦১০০% গোশত সাদাকাহ প্রোজেক্ট♦
গরু ৬০,০০০ টাকা,ছাগল ১০,০০০ টাকা।