রাজধানীতে আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ

অনলাইন ডেস্ক: ঢাকায় ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শুক্রবার বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।

আজ ঢাকায় ‘কালো পতাকা’ গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। আজ ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে।

ক্ষমতাসীন দলটির নেতারা বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়। আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights