রংপুরে “মানব ফাউন্ডেশন” এর উদ্যোগে শতাধিক পরিবারে ত্রান বিতরণ।
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কোভিড-১৯ যুদ্ধে থমকে গিয়েছে পুরো বিশ্ব। নিরব বিশ্বে মানুষ এখন ঘরবন্দি। এই করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতিতে গরীব-অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো অনেকে ঘরবন্দি হয়ে থাকায় খাদ্য, অভাব ও অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে কষ্টে জীবনযাপন করছে। করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করেই রংপুর সদরে গড়ে উঠে একঝাক তরুনের মানবিক সংগঠন “মানব ফাউন্ডেশন”। দিনরাত পরিশ্রম করে অসহায় মানুষ গুলোর পাশে দাড়িয়ে “মানব ফাউন্ডেশন” শতাধিক পরিবার কে ত্রান বিতরণ সহ নানা সহযোগিতা করে যাচ্ছে। আরো জানতে পারি যে যত
দিন না পরিস্থিতি স্বাভাবিক হবে “মানব ফাউন্ডেশন” সবার পাশে থাকবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আল-আমিন ইসলাম (গগন) বিষয়টি জানান। পরিশেষে তিনি সবার প্রতি বিনীত নিবেদন করে বলেন যে অসহায় মানুষগুলোর পাশে কেউ দাড়াতে চাইলে আমাদের সংগঠনের বিকাশ নাম্বার- ০১৭১২৬৫০০০৫ সহযোগিতার জন্য বিশেষভাবে আহবান করে এবং দেশের মধ্যবিত্তদের জীবনযাপনের জন্য সবার সহায়নুশীল দৃষ্টি কামনা করেন।
