যুগ্মসচিব পদে ২২১ কর্মকর্তার পদন্নোতি
অনলাইন ডেস্ক: নতুন করে আরও ২২১ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই–মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৬ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া ২২১ জনের মধ্যে ২১৫ জনের পদোন্নতি সোমবার থেকেই কার্যকর হয়েছে। বাকি ৬ জন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনে কর্মরত থাকায় তাদের পদোন্নতি পরবর্তী সময়ে কার্যকর হবে।
জানা গেছে, পদোন্নতির জন্য ২২তম ব্যাচের ২৪৫ জন, ইকোনমিক ক্যাডার থেকে একীভূত হওয়া ৩৯ জন, আগে বঞ্চিত ১০০ কর্মকর্তাসহ পদোন্নতিযোগ্য কমপক্ষে ৪৫০ কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হয়েছিল।
তাদের কর্মজীবনের সব নথি যাচাই-বাছাই শেষে পদোন্নতির জন্য সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) ২২১ জনের পদোন্নতির জন্য সুপারিশ করে। এরপর পদোন্নতির জন্য সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সারসংক্ষেপে সই করেন প্রধানমন্ত্রী। রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম সচিবের ৩৩২টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭২৫ কর্মকর্তা। নতুন ২২১ জন সহ এখন প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা দাঁড়ালো ৯৪৬ জনে। অর্থাৎ প্রয়োজনের তিনগুন যুগ্মসচিব রয়েছে জনপ্রশাসনে। নতুন যুগ্মসচিবদের একই দপ্তরে আগের পদেই কাজই করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ১৫ বছরের মোট চাকরিসহ ফিডার পদে পাঁচ বছর এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য ২০ বছরের মোট চাকরিসহ ফিডার পদে তিন বছরের চাকরি প্রয়োজন।