যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি পাত্তাই দিলেন না কিম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে যেন পাত্তাই দিলেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ব্যক্তিগত সাঁজোয়া ট্রেনে করে রাশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে কিমের ট্রেন রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ নিশ্চিত করেছে যে কিমের ট্রেন রাশিয়ার উদ্দেশে ছেড়েছে। প্রায় চার বছর পর প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখলেন কিম।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র চুক্তি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতেই কিমের এ সফর। ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়ে আসছে রাশিয়া। যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ার বার্তা দেওয়া হয়েছে যে, কিম রাশিয়াকে অস্ত্র দিলে এর ফল ভোগ করতে হবে। যার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞাও আছে।

তবে মার্কিন এসব হুমকি উপেক্ষা করে শেষমেশ পুতিনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন কিম। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন দিনে কিমের সঙ্গে পুতিনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights