মেয়ের জন্মদিনে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যাতিক্রমী উদ্যোগ
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সমাজ কর্মী অধ্যক্ষ শামীম আক্তার সুমি ( কাব্য সুমী সরকার) এর বড় মেয়ে নুঝহাতুত তাহ্সিনা চৌধুরী শারার জন্মদিনে রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে প্রসংশায় ভাসছেন ।
কাব্য সুমী সরকার প্রতি বছরেই তার দুই মেয়ের জন্মদিনে এমন মানবিক কাজের মাধ্যমেই উদযাপন করেন। কাব্য সুমী সরকার এই বছর ময়মনসিংহ জেলার মানবসেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। তাঁর তৈরি আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছে, যাদেরকে প্রতিমাসে ভাতাসহ এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সবধরনের বিপদেও পাশে থাকে। মেয়েরাও যেনো ছোট বেলা থেকে মানবিক কাজগুলো দেখে বড় হয়ে মানবিক মানুষ হয়ে তার জন্য এমন আয়োজন করে থাকেন মেয়েদের জন্মদিনে। প্রতি বছরেই মেয়েদের জন্মদিনে অসহায় মানুষদের নিয়ে নানান আয়োজন করে থাকেন কাব্য সুমী সরকার।
সোমবার (৪ আগস্ট ) সকাল ১০ টা থাকে শুরু করে যা চলে বিকেল পর্যন্ত চলে। সদর উপজেলার চর ঘাগড়া এলাকার ঘাগড়া বাড়েরা কলেজে ক্যাম্পাসে ব্যতিক্রমী অনুষ্ঠানটি হয়।
ছয়শত থেকে সাতশত স্কুল, কলেজ ছাত্র -ছাত্রীর ও এলাকাবাসীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্নয় করা হয় এই আয়োজনের মাধ্যমে।
রক্তদান কর্মসূচির আয়োজনটির আয়োজক হিসেবে ছিল কাব্য সুমী সরকারের প্রতিষ্ঠা করা রক্তের সংগঠন ডিভিশনাল ব্লাড সোসাইটি।