মেস ভাড়া মওকুফ করায় জাতীয় ছাত্র সমাজের অভিনন্দন

রিয়াজ তুহিন, রংপুর ব্যুারো

রংপুর করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। আয়-রোজগার বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি-বেসরকারি নানা ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

এরই মাঝে রংপুর নগরীর মাস্টার পাড়ার ওহী ছাত্রাবাস ও ওহী ছাত্রীনিবাসের মালিক এ্যাড: এন বি শিল্পী কবির মেস ভাড়া মওকুফের ঘোষণা করায় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন।


জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, করোনা সংকটের কারণে শিক্ষার্থীরা মেসে নেই। অনেকেই টিউশনি করে মেসভাড়া ও পড়াশোনার খরচ জোগাতেন।এই সংকটে অভিভাবকেরাও কষ্টে রয়েছেন।তাই জাতীয় এই দুর্যোগে এসব অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নৈতিক দায়িত্ববোধ থেকে মেস ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে এ্যাড: এন বি শিল্পী কবির।

এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।তিনি আরো বলেন, জাতীয় ছাত্র সমাজ সংবাদ সম্নেলন করার পরে বিভিন্ন জেলায় মেসের মালাকরা মেস ভাড়া মওকুফ করে দিয়েছে। এ্যাড: এন বি শিল্পী কবির মতো মেস মালিকদের শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য
আহবান করছি দেশের এই দূরদিনে আপনারাই ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন । এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধােণ সম্পাদক সোবাহন মজিদ বিদ্যুৎ, সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আজিজ ড্যানি, আসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, সদস্য মারুফুজ্জামান রিয়াদ, প্রমুখ।

উল্লেখ, গত মাসের ৩০শে এপ্রিল বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে অসহায় মেধাবি শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করার দাবিতে সংবাদ সম্নেলন করেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares