মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ওসমানীনগর জামায়াত-ই-ইসলামীর সাবেক সদস্য মরহুম আব্দুর রউফের স্ত্রী মাহমুদা খানমের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন। উল্লেখ্য যে, মাহমুদা খানম অনেক দিন ধরে প্রবাসে রয়েছেন। কিন্তু, তারপরও তার নামে দেশে মামলা হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মাহমুদা খানম ও তার পরিবারের সদস্যরা জানান যে, দীর্ঘ দিন ধরে তাদের দু:সম্পর্কের আত্মীয় রমিজ উদ্দিন এবং তার পিতা- বাহার উদ্দিন তাদের সম্পত্তি এবং দোকান পাট বে-আইনী ভাবে দখলের চেষ্টা করে আসছিলেন। উল্লেখ্য যে, মাহমুদা খানমের ২ ছেলে ইংল্যান্ডে এবং মেয়ে কানাডাতে স্থায়ী ভাবে বসবাস করেন। মাহমুদা খানম এই মুহুর্তে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। ভূক্তভোগীরা জানান, এই নেতারা চাঁদা না পাওয়ায় এবং তাদের বিরুদ্ধে বাড়িতে ডাকাতির অভিযোগ করায় তারা হয়রানির উদ্দেশ্যেই এই মামলা দায়ের করেছেন। যার কোন ভিত্তি বা সত্যতা নেই।

এ ব্যাপারে রমিজ উদ্দিনের মোবাইল ফোনে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ওসমানী নগর থানায় যোগাযোগ করা হলে তারা এ মামলার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights