মিডিয়ার জীবনে মিজানের ১৬ বছরের পথচলা

নিজস্ব প্রতিবেদক : টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা যদি হয় দেশের অন্যতম প্রধান টেলিভিশন, সেখানে দায়িত্বটা থাকে পাহাড়সম। সেই প্রোগ্রাম বা অনুষ্ঠান সামলানোর কঠিন কাজটি ১৬ বছর ধরে করে আসছেন চ্যানেল আইয়ের সহকারী প্রোগ্রাম ডিরেক্টর মিজান।

তিনি চ্যানেল আইয়ের প্রতি একনিষ্ঠ ভালোবাসা, দক্ষতা ও বিচক্ষণতায় চ্যানেল আই সেরা কণ্ঠ, চ্যানেল আই ক্ষুদে গানরাজ, চ্যানেল আই সেরা নাচিয়ে ও সাম্প্রতিককালে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মতো অসংখ্য অনুষ্ঠানে সহকারী প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে মিজান বলেন, আজ থেকে ১৬ বছর আগে এই মিডিয়া জগতে যোগদান করে দীর্ঘদিন যাবত একনিষ্ঠভাবে কাজ করেছি, সহকর্মীদের নিয়ে কাজের ব্যস্ততায় কখন যে ১৬টি বছর কেটে গেছে তা ঘুণাক্ষরেও টের পাইনি।

তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চ্যানেল আই সেরাকণ্ঠ, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও পূর্বের ন্যায় দক্ষতার সাথে কাজ করব বলে আমি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights