মিঠাপুকুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাফিউল ইসলাম (রাব্বি),মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের অসহায় কর্মহীন ৪’শ পরিবারের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন ওই এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান জুয়েল।
বিতরনকৃত প্রতি প্যাকেটে ছিল ৪কেজি চাল, ১কেজি আটা, ২কেজি মিষ্টি আলু, হাফ কেজি করে ডাল, তেল, লবন, চিড়া, ১টা সাবান, ১’শ গ্রাম ব্লিচিং পাউডার, ১টি টুথপেষ্ট ও মাস্ক।
এছাড়াও তার উদ্যোগে ইউনিয়নের ৭৫টি মসজিদে ২৫০’শ গ্রাম ব্লিচিং পাউডার ও ২টি করে সাবান বিতরন করার পাশাপাশি স্থানীয় হাট বাজার এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়।
হাবিবুর রহমান জুয়েল জানান, করোনা ভাইরাসের প্রকোপে কোনঠাসা হয়ে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষেরা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি এলাকার সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ব্যাবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান জুয়েল-এর এমন তৎপরতায় স্থানীয় মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।