মানবিক উদ্যোগে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সাথে বখতিয়ার সোসাইটি

ইমদাদুল হক সজীব,আনোয়ারা প্রতিনিধি: 

পৃথিবীর বিভিন্ন প্রান্ত চুষে মহামারী মাতৃভূমি বাংলাদেশে এখন তাবু গেড়েছে।

প্রতিদিন চিকিৎসকের দেওয়া করোনার ফলাফল যেন আতংকিত পুরো মানবজাতি। বাংলাদেশ সরকার মহামারীর যুদ্ধে নিয়ে চলেছেন গুরুত্বপূর্ণ সব উদ্যোগ।

করোনার সংগ্রামে চট্রগ্রামের মানবিক মানুষ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া আহবানে ইতিমধ্যে সারাবিশ্বে সাড়া জাগানো চট্টগ্রাম ফিল্ড হসপিটালের করোনা রোগীদের অতূলনীয় সেবা কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশ-বিদেশের প্রায় শতাধিক মানুষ।

গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের রেজিষ্ট্রেশন ভুক্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক,মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বখতিয়ার সোসাইটির কেন্দ্রীয় শাখা হতে শুরু করে বিভিন্ন দেশের শাখার সদস্যগণ বিশেষভাবে সহযোগিতা করে চলেছেন।

বখতিয়ার সোসাইটি ইউকে শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী আলীর তথ্য সূত্রে,ইতিমধ্যে বখতিয়ার সোসাইটি ইউ এস এ শাখার সিনিয়র সদস্য ইমরান রহিম ১০টি বেড,উপদেষ্টা আবুল কালাম ১টি বেড,সিনিয়র সদস্য জাফর আলী ১টি বেড,নাম প্রকাশে অনিচ্ছুক ইউ এস এ প্রবাসী ১টি অক্সিজেন সিলিন্ডারের মূল্য, যুক্তরাজ্য শাখার সেক্রেটারি ( ফান্ড রেইজিং উদ্যোক্তা ) নূরুন্নবী আলী ১টি বেড,মধ্যপ্রাচ্য,বাংলাদেশের সহ প্রায় ২৩০ সদস্য মানবিক সহযোগিতায় যুক্ত হয়েছেন ।

উল্লেখ্য যে,চট্টগ্রাম ফিল্ড হসপাতালে মোট ১৩টি বেড ও সদস্য বাবদ এ পর্যন্ত বিভিন্ন দফায় মোট ১,৭১,৫৬১ (এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত একষট্টি) টাকা প্রেরণ করা হয়েছে । সদস্য ও ফান্ড সংগ্রহ চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares