মহি ও পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ মহি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অভিযোগ রয়েছে।
মহির আইনী প্রতিনিধি এ্যাডভোকেট আরিফুল ইসলামের মতে, সম্পত্তি নিয়ে মাহি এবং তার ভাইদের মধ্যে তিক্ত বিরোধ ছিল।
ক্রমাগত হুমকি এবং লাগামহীন হামলার মুখে, মোহি এবং তার পরিবারের সদস্যদের কানাডায় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আইনজীবী অভিযোগ করেছেন যে, মহির ভাইয়েরা পুলিশকে রিপোর্ট দিয়েছেন যে, তিনি এবং তার পরিবার কানাডায় যখন আশ্রয় চেয়েছিলেন তখন রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন।
এছাড়া তাদের বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। এসব কারণে পুলিশ মহি, তার স্ত্রী শামীমারা বেগম, বড় ছেলে গালভী বিন মোহাম্মদ মহি এবং তার শ্যালক মোঃ ইয়াকুব ভূইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে।