মসজিদ খুলে দিন,আল্লাহর রহমত ছাড়া করোনা থেকে মুক্তি সম্ভব নয়: আল্লামা হাফেজ্জী
নিউজ ডেস্ক:
আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মহামারি, দূর্যোগ, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহর হুকুমেই এসব বিপদ থেকে মানুষ মুক্তি পায়।
করোনা ভাইরাস মহা’মা’রী থেকে মুক্তি পেতে সকলে আল্লাহর কাছে , তওবা-ইস্তেগফার, ক্ষ’মা প্রার্থনা ও পাঁচ ওয়াক্ত নামাজ আ’দায়সহ অধিক পরিমাণে ইবাদত-ব’ন্দিগীতে লি’প্ত থাকতে হবে।
এবাস্তব সত্য উপলব্ধি করতে পেরে আমা’দের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সকল সদস্যদেরকে নিয়ে মহা’মা’রি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে মুনাজাত করেছেন এবং দেশবাসিকে
আল্লাহ মুখি হওয়া জন্য আহবান জানিয়েছেন। সংকটকালের এ মহান উদ্যোগ ও আহবান জাতি চির দিন স্মর’ণ রাখবে।
আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, আল্লাহর বিশেষ রহমত অর্জন এবং আল্লাহর গজব করোনা মহা’মা’রী থেকে মুক্তি লাভের জন্য সংখ্যার শর্ত তুলে দিয়ে স্বল্প সময়ের জন্য সুস্থ মুসল্লিদেরকে মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ কর দেয়া সরকারের নৈতিক দায়িত্ব।
এ মহৎ উদ্যোগ আল্লাহর রহমতকে তরান্বিত করবে, করোনা গজব দূর করবে এবং দেশ ও জাতির জন্য কল্যান বয়ে আনবে ইনশাআল্লাহ। (১৯ এপ্রিল) সকালে
কামর’াঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত আলেম ও ইমাম’দের সাথে ভিন্ন ভিন্নভাবে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা শায়খুল হাদিস মাওলানা সোলায়মান নোমানী, শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল বরিশালী, শায়খুল হাদীস শেখ আজীমুদ্দীন, জামিয়ার নুরিয়ার প্রধান মুফতি, মুফতি মজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত
আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হা’মিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের মুফতি ইলিয়াস মা’দারীপুরী, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি আল আমিন, মাওলানা জাকির হুসাইন, মাওলানা ওমর’ ফারুক, মাওলানা নজরুল ইসলাম, মুফতি মোহা’ম্ম’দুল্লাহ নোমানী, মুফতি জাকির বিল্লাহ প্রমুখ।