মদ বেচে অর্থনীতি চাঙ্গা ভারতের
আন্তর্জাতিক ডেস্ক:
লকডাইন শিথিল করায় ভারতে গত দুদিনে কয়েক হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ফলে রাজস্ব খাতে বিপুল অর্থ ঢুকেছে সরকারের কোষাগারে।
এমতাবস্থায় মদের ওপর শুল্ক বাড়িয়ে আরও রোজগারের আশা করছে ভারত সরকার। সমাজে মাতালদের নিয়ে কম রসিকতা প্রচলিত নেই। সেই মদই এখন কার্যত ভারতের দুঃসময়ের ভরসা হয়ে দাঁড়িয়েছে।
করোনার কারণে লক-ডাউনে যখন ভারতের অর্থনীতি ধুঁকছে, তখন দুদিনে বিভিন্ন রাজ্যগুলোর হাতে বড় অঙ্কের রাজস্ব তুলে দিয়েছে মদ। গত ২৪ মার্চ থেকে দেশের সর্বত্র বন্ধ ছিল মদের দোকান।
বন্ধের মধ্যেও রাজধানী দিল্লিতে চার থেকে পাঁচ গুণ দামে কালোবাজারে বিক্রি হয়েছে মদ।