ভোলায় কর্মীসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ড.শান্ত
ভোলা প্রতিনিধি: ভোলায় নারীসভা ও কর্মীসভায় ১ শত দিন পূর্ণ হলো ভোলা- ২ আসনের আওয়ামীগ মনোনীত নৌকা মার্কা প্রাথী প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত”র।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ নেতাকর্মী ও নারীদের নিয়ে নারীসভাসহ এলাকা গুলোতে গণসংযোগ করেছেন অর্থনীতিবীদ ড. আশিকুর রহমান শান্ত। ভোলায় শান্ত নীড়ে টানা ১ শত দিন নারীসভাসহ কর্মীসভা করেন এ যুবলীগ নেতা।
একই সাথে ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করেন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। তার গণসংযোগে হাজার- হাজার নির্যাতিত আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নারীসভা ও কর্মীসভাসহ গণসংযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার প্রশংসাসহ আওয়ামীলীগের উন্নয়নের প্রশংসা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকল নেতাকর্মীদেরকে ঐক্যেবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা অর্থনীতিবীদ ড. আশিকুর রহমান শান্ত। শনিবার নারীসভা ও কর্মীসভাসহ গণসংযোগের টানা ১ শত দিন পূর্ণ হলেও চলমান রয়েছে কর্মীসভা ও গণসংযোগের কর্মসূচি।