ভোলায় এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস’র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ভোলায় উদ্বোধন হলো এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেডের আঞ্চলিক কার্যালয়।
সোমবার(১০ জুলাই) বেলা ১১টায় লালমোহনের লাঙ্গলখালীতে (উপজেলা বাজার) জনপ্রিয় এই ফিডের ডিপোর উদ্বোধন করেছেন কোম্পানির পদস্থ কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫০ জন মৎস্য খামারি ও ডিলারগণ উপস্থিত ছিলেন।খামরি ও ডিলারগণ ফিডের গুনগত মান ও অন্যান্য কোম্পানির খাদ্যের পার্থক্য সম্পর্কে আলোচনা করেন। যেসকল খামারি এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস ব্যবহার করে লাভবান হয়েছেন সেই অভিজ্ঞতা নতুন খামারিদের মধ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো:নাসির উদ্দিন, পরিচালক মো: নাজমুস সাকিব, সিএমও একেএম নাজমুল হক, ডিজিএম মো: জাহাঙ্গীর আলম, এজিএম মো: জামিউল হক, এজিএম আব্দুস সোবহান, সিনিয়র এজিএম মো: ইকবাল হোসাইন পাটওয়ারি, বরিশাল জোনের এরিয়া ম্যানেজার মো: সাইদুল বাশার শাহিন ও এক্সিকিউটিভ অফিসার (ভোলা) মো: এহসান আহমেদ।
এসময় খামারি ও ডিলারদের ফিড সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির পদস্থ কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠানের পর উপজেলার বিভিন্ন বাজারগুলোতে এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেডের কর্মকর্তারা তাদের ডিলার পরিদর্শন করে কোম্পানির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।
সকালের ডাক/কেএ/আ.সা