ভোলার মনপুরায় ২ বাড়ি লকডাউন, তাবলীগ জামায়াত ফেরত ২১৫ জন কোয়ারেন্টাইনে

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় করোনা সংক্রমণ রোধে প্রথম দুইটি বাড়ি লকডাউন করলো উপজেলা প্রশাসন।

বুধবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন বাড়ি দুইটিতে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদের নের্তৃত্বে একটি মেডিকেলে টিম ও পুলিশের একটি টিম প্রবেশ করে পরিবারের সদস্যেদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ি দুইটি লকডাউন করা হয়।

বাড়ি দুইটি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ঢাকার লকডাউন মিরপুর থেকে পালিয়ে এক পরিবার ও অপর পরিবারটি ঢাকার যাত্রাবাড়ী থেকে পালিয়ে মনপুরায় নিজ বাড়িতে আসে। তাই বাড়ি দুইটি লকডাউন করা হয়েছে।

তবে দুই পরিবারের সকল সদস্যরা সুস্থ্য রয়েছেন বলে জানান মেডিকেল টিমের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ।

এদিকে, বুধবার দুপুর ১ টায় মাদারীপুরের শিবচর ও মাওয়া থেকে তিনটি ট্রলার বোঝাই করে ১৭৮ জন মনপুরা দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার আসে। পরে স্থানীয় চেয়ারম্যান অলি উল্লা কাজল ও পুলিশের এস.আই নয়ন ও এসআই মিজানের নের্তৃত্বে পুলিশের একটি টিম মনপুরা আসা সবাইকে নিয়ে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ও সাকুচিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যায়। এছাড়া ঢাকা ফেরত দুইটি তাবলীগ জামায়েতের ৩৭ সদস্যকে মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়।

এনিয়ে ২১৫ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares