ভোলায় চাঁদাবাজি মামলায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেফতার

ভোলা প্রতিনিধি: চাঁদাবাজি মামলায় ভোলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শাকিলকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

জানা যায়, গত ১২ জুন ২০২৩ ইং তারিখে চাঁদাবাজির অভিযোগে ভোলা সদর উপজেলা উত্তর দিগলদী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মৃত হাজী মকবুল হাওলাদারের ছেলে মোহাম্মদ ফখরুল আলম লাবু (৪৫) ভোলা সদর থানায় ভোলা একটি চাঁদাবাজি মামলা করেন। ওই মামলায় ভোলা পৌর কাঠালী ৮ নং ওয়ার্ডের মৃত আলমগীর মিয়ার ছেলে খাজা মহিউদ্দিন শাকিলকে সোমবার (১৯ জুন) ভোলা সদর থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন। মামলা নং ২৭। মহিউদ্দিন শাকিল ভোলা শ্রমিক ইউনিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ভোলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান জানান, সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শাকিল চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ার পর শ্রমিক ইউনিয়নের কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights