ভারতের নাম পরিবর্তন নিয়ে যা বললো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: দেশের ইংরেজি নাম পাল্টে ‘ইন্ডিয়া’র জায়গায় ‘ভারত’ করা হবে কি না, এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। এর মধ্যেই ‘ইন্ডিয়া’ নাম পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ভারত নাম পরিবর্তনের সব আনুষ্ঠানিকতা শেষ করার পর জাতিসংঘ তাদের নথিপত্রে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ করে দেবে।

দিল্লির জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে স্টিফেন ডুজারিক বলেন, এ বিষয়ে মন্তব্য করা জাতিসংঘের কাজ নয়। বিষয়টি মূলত আমলাতান্ত্রিক বিষয়। ভারতের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলে জাতিসংঘও নথিপত্রে নাম পরিবর্তন করবে।’

বিশ্বে ভারত প্রথম দেশ নয়, নিজেদের নাম পরিবর্তন করতে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন কারণে নাম পরিবর্তন করেছে এমন দেশের তালিকা বেশ লম্বা। তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে নাম পরিবর্তন করেছে তুরস্ক।

তুরস্কের কথা উল্লেখ করে জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, গত বছর তুরস্ক তার নাম পরিবর্তন করে ‘তুর্কি’ থেকে ‘তুর্কিয়ে’ করেছে। বিশ্বের অনেক দেশে বহুবার এরকম ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো এক চিঠি সামনে আসার পর নাম পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় দেশটিতে। রাষ্ট্রপতির পাঠানো চিঠিতে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র বদলে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’।

অন্যদিকে, ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন ও ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের জন্য বুধবার (৬ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির ইন্দোনেশিয়া সফরের একটি নোটে ‘প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

নোটটি সামাজিক মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) প্রকাশ করেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। পোস্টটি দেওয়ার পরপরই এ নিয়ে নতুন করে বিজেপির সমালোচনা শুরু করেছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকে আবার বিষয়টিকে ইতিবাচক হিসেবেও দেখছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights